
আনুষ্ঠানিকভাবে দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। এক দিন পর শনিবার থেকে দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।
সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের জন্য শুক্রবার দলীয় অনুশীলন শুরু করে টাইগাররা।পরিবারের সঙ্গে সময় কাটিয়ে গত ২৪ আগস্ট দেশে ফেরেন সাকিব। ৭৩ ঘণ্টা কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় প্রথম দিন দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারেননি তিনি।
গত ২৪ আগস্ট দল জৈব সুরক্ষায় প্রবেশ করলেও সাকিবকে রুম কোয়ারেন্টাইনে থাকতে হয়। তাই সতীর্থরা অনুশীলন করলেও সাকিবকে হোটেলে থাকতে হয়েছে।
আগামী ১ সেপ্টম্বর পাঁচ ম্যাচের সিরিজ শুরুর আগে ৩১ আগস্ট পর্যন্ত চলবে অনুশীলন। শেরে-বাংলা স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হওয়া বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর আগে গত বৃহস্পতিবার আসন্ন সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করে। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল আসলাম বিপ্লব। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।